Home / সারাদেশ / সিলেট বিভাগ / সিলেট / সিলেটের গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউপি অনলাইন প্রবাসী গ্রুপের নতুন কমিটি গঠিত

সিলেটের গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউপি অনলাইন প্রবাসী গ্রুপের নতুন কমিটি গঠিত

বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৭নং লক্ষনাবন্দ ইউনিয়নের,রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন লক্ষণাবন্দ ইউনিয়ন অনলাইন প্রবাসী গ্রুপের আংশিক উপদেষ্টা পরিষদ এবং ৫১ সদস্য বিশিস্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।কমিটি গঠনকল্পে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দির্ঘ তিন মাস বিচার-বিশ্লেষন শেষে গত ৫ই ফ্রেব্রুয়ারী ২০১৯ইং লক্ষণাবন্দ ইউনিয়ন অনলাইন প্রবাসী গ্রুপের WhatsApp গ্রুপে আহ্বায়ক কমিটির মিটিংয়ে আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক জনাব হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাদির আহমদ, সদস্য সচিব দেওয়ান মিছবাহ উদ্দিন এবং আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিস্ট এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নিম্নে উপদেষ্ঠা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের তালিকা তুলে ধরা হলো।
লক্ষনাবন্দ ইউনিয়ন অনলাইন প্রবাসী গ্রুপ-
উপদেষ্টা পরিষদ – ২০১৯- ২০২০।
১। আব্দুল মতিন – যুক্তরাজ্য প্রবাসী।
২। ডাঃ আব্দুল হান্নান- ফ্রান্স প্রবাসী।
৩।আমিনুর রহমান দুলু- যুক্তরাজ্য প্রবাসী।
৪। আব্দুর রাজ্জাক – যুক্তরাজ্য প্রবাসী।
৫। আব্দুল হাই- যুক্তরাজ্য প্রবাসী।
৬। মতিউর রহমান-যুক্তরাজ্য প্রবাসী।
কার্যনির্বাহী পরিষদ -২০১৯-২০২০
১। হাবিবুর রহমান- সভাপতি-যুক্তরাজ্য প্রবাসী।
২। জামাল উদ্দিন- সিনিয়র সহ সভাপতি -কুয়েত প্রবাসী।
৩।মোঃ জাকির হোসেন- সহ সভাপতি -কুয়েত প্রবাসী।
৪।আব্দুল মুনিম-সহ সভাপতি-সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
৫।শাব্বীর আহমদ-সহ সভাপতি-ইতালী প্রবাসী।
৬।মাসুক উদ্দিন-সহ সভাপতি-কুয়েত প্রবাসী।
সম্পাদক মন্ডলী
৭। দেওয়ান মিছবাহ উদ্দিন- সাধারন সম্পাদক – সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
৮। এস এম সুমন- যুগ্ম সাধারন সম্পাদক- কুয়েত প্রবাসী
৯। কামরুজ্জামান ( পটল) – সহ সাধারন সম্পাদক- বাহরাইন প্রবাসী।
১০। সৈয়দ নাদির আহমদ- সাংগঠনিক সম্পাদক- যুক্তরাজ্য প্রবাসী।
১১। এনামুল হক সুহেল-সহ সাংগঠনিক সম্পাদক-ওমান প্রবাসী
১২।নুরুল হক হেলু- সহ সাংগঠনিক সম্পাদক- ফ্রান্স প্রবাসী।
বদরুজ্জামান মামুন-অর্থ বিষয়ক সম্পাদক-সৌদি আরব প্রবাসী।
১৪।সাইফুল ইসলাম- সহ অর্থ বিষয়ক সম্পাদক-যুক্তরাজ্য প্রবাসী।
১৫। মোঃ জাকির হোসেন খাঁন-প্রচার সম্পাদক- ফ্রান্স প্রবাসী।
১৬। রুহেল আহমদ-সহ প্রচার সম্পাদক-সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
১৭। জাকির হোসেন-দপ্তর সম্পাদক- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
১৮। নাজিম মোক্তাদির-সহ দপ্তর সম্পাদক-সৌদি আরব প্রবাসী।
১৯। এম.এ কাইয়ুম খান-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-ফ্রান্স প্রবাসী।
২০। শিপলু আহমদ- সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- সৌদি আরব প্রবাসী।
২১।হাফিজ মিছবাহ উদ্দিন-ধর্ম বিষয়ক সম্পাদক-ইতালী প্রবাসী।
২২।আজিম উদ্দিন-সহ ধর্ম বিষয়ক সম্পাদক- রাশিয়া প্রবাসী
২৩।ওলিদ মোঃ সেনু-সাংস্কৃতিক সম্পাদক-কুয়েত প্রবাসী।
২৪। জবরুল উদ্দিন খাঁ-সহ সাংস্কৃতিক সম্পাদক-ওমান প্রবাসী।
২৫।সুহেল আহমদ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-ফ্রান্স প্রবাসী।
২৬। হাছান আহমদ-সহ যুব ও ক্রীড়া সম্পাদক-বাহরাইন প্রবাসী।
২৭। মুহিবুর রহমান খালেদ-সমাজকল্যাণ সম্পাদক-সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
২৮। পারভেজ আহমদ-সহ সমাজকল্যাণ সম্পাদক-সাউথ আফ্রিকা প্রবাসী।
২৯।আব্দুল হামিদ-আন্তর্জাতিক সম্পাদক-সাউথ আফ্রিকা প্রবাসী।
৩০।শাহাজান আহমদ-সহ আন্তর্জাতিক সম্পাদক-সৌদি আরব প্রবাসী।
৩১।খছরু আহমদ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক-কুয়েত প্রবাসী।
৩২।রুবেল চৌধুরী-সহ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- ইউক্রেন প্রবাসী।
৩৩। সুমন আহমদ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক-কুয়েত প্রবাসী।
৩৪।আমিনুর রহমান-সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক-কুয়েত প্রবাসী।
৩৫।নাসির উদ্দিন- কৃষি বিষয়ক সম্পাদক- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
৩৬। জালাল আহমদ-সহ কৃষি বিষয়ক সম্পাদক- সাউথ আফ্রিকা প্রবাসী।
৩৭।জয়নাল আবেদিন শামীম- কার্যনির্বাহী সদস্য-কুয়েত প্রবাসী।
৩৮। জয়নাল হোসেন-কার্যনির্বাহী সদস্য-সৌদি আরব প্রবাসী।
৩৯।দেলোয়ার হোসেন- কার্যনির্বাহী সদস্য- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
৪০।আলিম উদ্দিন-কার্যনির্বাহী সদস্য – সৌদি আরব প্রবাসী।
৪১।ফয়েজ আহমদ- কার্যনির্বাহী সদস্য- ফ্রান্স প্রবাসী।
৪২।কমর উদ্দিন-কার্যনির্বাহী সদস্য-বাহরাইন প্রবাসী।
৪৩।আব্দুল মুমিন- কার্যনির্বাহী সদস্য-সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
৪৪।আব্দুল মুকিদ খাঁ-কার্যনির্বাহী সদস্য- কুয়েত প্রবাসী।
৪৫। আব্দুস সালাম- কার্যনির্বাহী সদস্য- বাহরাইন প্রবাসী।
৪৬।মোছলেখ উদ্দিন- কার্যনির্বাহী সদস্য-কাতার প্রবাসী।
৪৭।রাজু আহমদ-কার্যনির্বাহী সদস্য- ওমান প্রবাসী।
৪৮।লায়েক হাসান-কার্যনির্বাহী সদস্য- কাতার প্রবাসী।
৪৯।আব্দুর রহিম ওসমান- কার্যনির্বাহী সদস্য- গ্রীস প্রবাসী।
৫০। আবজল হোসেন তারেক- কার্যনির্বাহী সদস্য- বাহরাইন প্রবাসী
৫১। কাওছার আহমদ শাকিল- কার্যনির্বাহী সদস্য- বাহরাইন প্রবাসী।

Check Also

সিলেটে কাপ্তান হোসেন ট্রাস্টের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি।। কাপ্তান হোসেন ট্রাস্টের শিক্ষা উপকরণ বিতরণ গতকাল সিলেটের মোগলা বাজারের হাজী গন্জে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by