Home / রাজনীতি / শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত এরশাদের দল

শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত এরশাদের দল

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অতটা ভালো নয় বলে জানিয়েছেন দলের নেতারা।

শুক্রবার তারা বলেন, সিঙ্গাপুরে যাওয়ার পর হাসপাতালে এরশাদের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে ঠিক কতটুকু সুস্থ হয়ে উঠবেন তিনি, সে নিয়ে শঙ্কায় দলের শীর্ষ নেতারা।

এমনকি দলের শীর্ষ পর্যায় থেকে যেকোনো পরিস্থিতির জন্য দলকে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন জাপার এক নেতা।

দলের এক ভাইস চেয়ারম্যান বলেন, ‘সিঙ্গাপুরে আমার কথা হয়েছে। স্যারের অবস্থা খুব যে ভালো তা নয়। এই অবস্থায় তিনি ঠিক কতটুকু সারভাইভ করবেন, তা বলা যাচ্ছে না। ৩০ জানুয়ারির আগে দেশে ফেরার কথা থাকলেও এখন কবে ফিরবেন তা অনিশ্চিত।’

সিঙ্গাপুর থেকে দলের শীর্ষ নেতাদের এবং তারা দলের অন্য নেতাদের বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে।

এরশাদের অনুপস্থিতিতে দলের চেয়ারম্যান ও তার ছোট ভাই জি এম কাদের বলেন, ‘আগের চেয়ে (তিনি) এখন কিছুটা ভালো। তবে খুব স্বাভাবিক অবস্থায় আসেননি।’

এদিকে এরশাদকে দেখতে তার সাবেক স্ত্রী বিদিশা সিঙ্গাপুরে গিয়েছিলেন বলে জানিয়েছেন জাপার এক নেতা। তিনি বলেন, এরশাদ সিঙ্গাপুরে যাওয়ার পরপরই বিদিশা ভারতে যান। সেখানে তিনি আজমির শরিফে এরশাদের জন্য দোয়া করেন। সেখান থেকে গত সপ্তাহে তিনি সিঙ্গাপুরে যান এবং হাসপাতালে এরশাদের সঙ্গে দেখা করেছেন বলেও শুনেছেন।

এ বিষয়ে জানতে গতকাল কয়েকবার ফোন করেও বিদিশাকে পাওয়া যায়নি। ফোন বাজলেও তিনি ধরেননি। তবে গত শনিবার মোবাইল ফোনে বিদিশা
বলেছিলেন, ‘এখন তিনি ভারতে। এরশাদকে নিয়ে কোনো ব্যক্তিগত কথা তিনি ফোনে বা কারও সঙ্গে বলতে চান না, যা বলার তিনি ফেসবুকে লিখবেন।’

Check Also

মির্জা ফখরুল লজ্জা থাকলে বহু আগেই পদত্যাগ করতেন

ন্যূনতম লজ্জা থাকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহু আগেই পদত্যাগ করতেন বলে মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by