বেনাপোল প্রতিনিধিঃ
আমরা বেনাপোলের বাসিন্দা সামাজিক সংগঠনের আয়োজন দিশারী পাবলিক স্কুলে কুইজ প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় দিশারী পাবলিক স্কুল কক্ষ এ অনুষ্ঠানর আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ‘জ্ঞানের আলোয় আলাকিত করি আগামীর পৃথিবী’- শীর্ষক শ্লোগানে আয়ােজিত অনুষ্ঠান সভাপতিত্ব করন আমরা বেনাপোলের বাসিন্দা সামাজিক সংগঠনের দিশারী পাবলিক স্কুল শাখার সম^য়ক শ্রী সূর্য বিশ্বাস।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে আব্দুল ওয়াদুদ ও বিশেষ অতিথি আমরা বেনাপোলের বাসিন্দা সামাজিক সংগঠনের সভাপতি মহাসিন হোসেন হৃদয়, সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ শিক্ষার্থীদের জ্ঞান চর্চার প্রতি অনুপ্রেরনা বিষয়ক বিভিন্ন কর্ম দক্ষতা তুলে ধরেন।
কুইজ প্রতিযাগিতায় দুইটি বিভাগে ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। ক বিভাগ ৮ম শ্রেনীর শিক্ষার্থী আবু সাঈদ ১ম স্থান
, ৮ম শ্রনীর শিক্ষার্থী শাহিনুর রহমান ওহী ২য় স্থান ও ৭ম শ্রনীর শিক্ষার্থী ফাতমা আক্তার শিফা ৩য় স্থান অধিকার করন।
খ বিভাগ ৪র্থ শ্রনীর শিক্ষার্থী তানভীন হাসন ১ম স্থান , ৫ম শ্রনীর শিক্ষার্থী তুরহানা আক্তার ২য় স্থান ও ৫ম শ্রনীর শিক্ষার্থী মারিয়া আক্তার ৩য় স্থান অধিকার করন।
এছাড়া অনুষ্ঠান দিশারী পাবলিক স্কুলের শিক্ষক তপু মাহমুদ, শিক্ষিকা মুরশিদা খাতুনসহ শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক ও আমরা বনাপালর বাসিদা সামাজিক সংগঠনর দিশারী পাবলিক স্কুল শাখার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
